দেশ

মণিপুরের মুখ্যমন্ত্রীর ইস্তফার জল্পনার মাঝেই রাজ্যপালের সঙ্গে দেখা করলেন রাহুল

ত্রাণ শিবির পরিদর্শনের পর রাজধানী ইম্ফলে ফিরে রাজ্যপাল অনুসুইয়া ইউকেইয়ের সঙ্গে দেখা করেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী। রাজ্যপালের সঙ্গে দেখা করে বেরিয়ে তিনি বলেন, মণিপুর শান্তি চায়। আমি চাই এখানে শান্তি ফিরে আসুক। আমি ত্রাণ শিবির ঘুরে দেখেছি, সেখানে অনেক কিছুর অভাব রয়েছে। সরকারের উচিত সেদিকে নজর দেওয়া। এদিকে, মণিপুরের বিজেপি মুখ্যমন্ত্রী এন বীরেন সিং ইস্তফা দিতে চলেছেন? আজ, শুক্রবার দুপুরেই রাজ্যপাল অনুসুইয়া ইউকেইয়ের সঙ্গে সাক্ষাৎ করবেন মুখ্যমন্ত্রী। হিংসা কবলিত মণিপুরকে শান্ত করতে ব্যর্থ মুখ্যমন্ত্রী বীরেন সিংয়ের পদত্যাগের দাবি তুলছিল বিরোধীরা। স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, আজই তিনি ইস্তফা দিতে পারেন।