শেষ পর্যন্ত হেলিকপ্টারে করেই চুড়াচাঁদপুরে পৌঁছালেন রাহুল গান্ধী। বৃহস্পতিবার দুপুরে তিনি প্রথমে সড়কপথেই চুড়াচাঁদপুর যাচ্ছিলেন। কিন্তু বিষ্ণুপুরের কাছে তাঁকে আটকে দেয় পুলিশ। নিরাপত্তাজনিত কারণেই রাহুল গান্ধীর কনভয় আটকে দেওয়া হয় বলে দাবি করে পুলিশ। সেখানে বাধা পেয়ে ইম্ফলে ফিরে আসেন কংগ্রেসের প্রাক্তন সাংসদ। পরে তিনি হেলিকপ্টারে করেই চুড়াচাঁদপুরে যান। সেখানে একাধিক ত্রাণশিবিরে গিয়ে বাসিন্দাদের সঙ্গে কথা বলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি। চূড়াদাঁদপুরের আশ্রয় শিবিরে হাজির হয়ে সেখানকার শিশুদের সঙ্গে খেতে বসেন রাহুল গান্ধী। চূড়াচাঁদপুরের স্কুলে যে আশ্রয় শিবির তৈরি করা হয়েছে, সেখানকার শিশুদের সঙ্গেই বৃহস্পতিবার দুপুরের খাবার খান রাহুল গান্ধী। প্রসঙ্গত মণিপুরে পৌঁছলে ইম্ফলে ঢোকার ২০ কিমি আগে আটকে দেওয়া হয় রাহুল গান্ধীর গাড়ি। যা নিয়ে তরজা শুরু হলে, বিষ্ণুপুরের পুলিশ সুপার জানান, নিরাপত্তার কথা মাথায় রেখেই রাহুলের কনভয় থামিয়ে দেওয়া হয়।