৭টি রাজ্যের ১৩টি আসনের মধ্যে ১০টিতে জিতেছে ইন্ডিয়া জোট। এই বড়সড় জয়ের পর প্রথম প্রতিক্রিয়া দিলেন রাহুল গান্ধী। শনিবার সন্ধ্যায় এক্স হ্যান্ডেলে একটি পোস্টে লোকসভার বিরোধী দলনেতা বলেন, ‘সাত রাজ্যের বিধানসভা উপনির্বাচনের ফলাফল প্রমাণ করছে, ভয় এবং বিভ্রান্তির যে পরিবেশ বিজেপি তৈরি করেছিল, মানুষ তা চূর্ণ করে দিয়েছে।’ রাহুল গান্ধী আরও বলেন, ‘কৃষক, শ্রমিক, যুবক থেকে শুরু করে ব্যবসায়ী কিংবা চাকরিজীবী, সমাজের প্রতিটি ক্ষেত্রেই মানুষই চেয়েছেন স্বৈরাচার ধ্বংস হয়ে ন্যায় প্রতিষ্ঠা হোক। জীবনের উন্নতি এবং সংবিধানের রক্ষার জন্য এখন প্রতিটি মানুষই ইন্ডিয়া জোটের পক্ষে। জয় হিন্দুস্তান। জয় সংবিধান।’ উল্লেখ্য, লোকসভা নির্বাচন পরবর্তী প্রথম পরীক্ষার ফলপ্রকাশ হল শনিবার। সাত রাজ্যের ১৩ আসনে বিধানসভা উপনির্বাচনে ল্যান্ডস্লাইড ভিক্ট্রি ইন্ডিয়া জোটের। ধরাশায়ী কেন্দ্রের শাসকদল। উত্তরাখণ্ডের দু’টি আসনেই জিতেছেন কংগ্রেস প্রার্থীরা। বদ্রীনাথ আসনটি ধরে রাখার পাশাপাশি মঙ্গালুর BSP-র থেকে ছিনিয়ে নিয়েছে হাত শিবির। বাংলায় তৃণমূল, হিমালচল, উত্তরাখণ্ডে কংগ্রেস, পঞ্জাবে আপ এবং তামিলনাড়ুতে এগিয়ে DMK প্রার্থীরা বড় ব্যবধানে জয়ী হয়েছেন। সাত রাজ্যের ১৩ আসনের উপনির্বাচনে ১০টি ছিনিয়ে নিয়েছে ইন্ডিয়া জোট। দু’টি আসন মাত্র পেয়েছে বিজেপি । আর একটিতে NDA শিবিরের JDU-কে হারিয়ে জয়ী নির্দল প্রার্থী। হিমাচল প্রদেশে জয়ী মুখ্যমন্ত্রী সুখুর স্ত্রী। পঞ্জাবে জয়জয়কার আপের। পশ্চিমবঙ্গে দাপট বজায় রাখল তৃণমূল কংগ্রেস।