দেশ

এবার করোনায় আক্রান্ত রাহুল গান্ধি

মনমোহন সিং, আনন্দ শর্মার ও রণদীপ সুরজেওয়ালার পর এবার কোভিড পজিটিভ রাহুল গান্ধি। তিনি টুইট করে তার করোনা রিপোর্টের কথা জানিয়েছেন। কংগ্রেস নেতা টুইট করে লেখেন, ‘কোভিডের নমুনা শরীরে অনুভব করার পর কোভিড পরীক্ষা করিয়েছিলাম। আজ কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে। গত কয়েকদিনে যারা আমার সংস্পর্শে এসেছিলেন, তাদের কোভিড পরীক্ষা করে নেওয়ার আবেদন করছি। আপনারা দয়া করে কোভিড প্রোটোকল মেনে চলুন। বিধানসভা নির্বাচনের লক্ষ্যে তিনি কেরল ও তামিলনাড়তে লাগাতার দলের নির্বাচনী প্রচার চালিয়েছেন। রাহুল গান্ধি লিখেছেন, “কোভিড পরিস্থিতির নিরিখে আমি পশ্চিমবঙ্গে আমার সমস্ত জনসভা বাতিল করেছি। আমি সমস্ত রাজনৈতিক দলের নেতাদের আর্জি করছি, বর্তমান পরিস্থিতিতে বড় জনসভা করার পরিণতি কি হতে পারে সেটা বিবেচনা করে দেখবেন। প্রধানমন্ত্রী মোদি টুইট করে বিরোধী নেতা রাহুল গান্ধির দ্রুত আরোগ্য কামনা করেন। তিনি টুইট করে লেখেন, ‘লোকসভার সাংসদ রাহুল গান্ধি জীর দ্রুত আরোগ্য কামনা করি। আপনি সুস্থ হয়ে উঠুন।