ওয়েনাড বিপর্যয় দেখেছে। প্রচুর মানুষের হাহাকার শুনেছে। অনেক জীবন কেড়ে নিয়েছে এই প্রাকৃতিক বিপর্যয়। সম্প্রতি ওয়েনাড ঘুরে গেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তার সঙ্গে ছিলেন প্রিয়াঙ্কা গান্ধী। তারা এসে কথা বলেছিলেন অসহায় মানুষের সঙ্গে। দিয়েছিলেন পাশে থাকার আশ্বাস। আর এবার ওয়েনাডের এই অবস্থাকে জাতীয় বিপর্যয় বলে কেন্দ্রর কাছে দাবি করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। সংসদে জিরো আওয়ারে এই দাবি তিনি করেন। এদিন সংসদে দাঁড়িয়ে তিনি বলেন, আমি নিজে সেখানে ঘুরে দেখে এসেছি। প্রচন্ড অসহায় ওখানকার মানুষ। এমনকি এক একটি পরিবারে মাত্র একজন করে জীবিত আছে। সেটা কোনও বৃদ্ধ হতে পারে আবার কোনও শিশু হতে পারে। অবিলম্বে একে জাতীয় বিপর্যয় হিসাবে ঘোষণা করা হোক। ক্ষতিপূরণ আরও বাড়ানো হোক। নাহলে এই মানুষের দল আগামী দিনে আর মাথা তুলে দাঁড়াতে পারবে না। যেখানে ২০০ বেশি মানুষ মারা গিয়েছে এবং ৪০০ বেশি মানুষ আহত সেখানে কীসের অপেক্ষা করছে কেন্দ্র সরকার? শুধু কেন্দ্র নয় সকলের উচিত কোনও ভেদ না রেখে এই অসহায় মানুষের পাশে থাকা। নিজের অভিজ্ঞতা নিয়ে রাহুল বলেন, যেভাবে প্রতিটি বাড়ি, ঘর ভেঙে পড়েছে তাতে ওই এলাকার মানুষের বাড়তি সাহায্য লাগবে। অবিলম্বে একে জাতীয় বিপর্যয় হিসাবে মান্যতা দেওয়া হোক। পাশাপাশি সবাই যাতে দ্রুত নিজের আস্তানা ফিরে পায় সেটা দেখা হোক।