উত্তরপ্রদেশ পুলিসের সঙ্গে একপ্রকার যুদ্ধে জিতে হাথরাসে নির্যাতিতা দলিত তরুণীর পরিবারের সঙ্গে দেখা করলেন রাহুল গান্ধী। প্রিয়ঙ্কা গান্ধী-সহ তাঁর সঙ্গে এদিন হাথরাসের উদ্দেশ্যে যাত্রা করেন কংগ্রেসের ২০ সাংসদ। তবে সবাই উত্তরপ্রদেশ ঢোকার অনুমতি পাননি। বহু টালবাহানার পর রাহুলকে নির্যাতিতার বুল গহড়ী গ্রামে যেতে অনুমতি দেয় যোগী প্রশাসন।পরিবারের সঙ্গে দেখা করে রাহুল গান্ধী বলেন, কোনও শক্তি আমাদের রুখতে পারবে না। নির্যাতিতার পরিবারের সঙ্গে রয়েছি। তাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রাজ্য সরকারের। অন্যদিকে, প্রিয়ঙ্কা বলেন, যেখানে অন্যায় হবে সেখানেই যাব। কেউ বাধা দিতে পারবে না।
রাহুল প্রিয়াঙ্কা দেখা করেন মৃতা তরুণীর বাবা, মা ও ভাইয়ের সঙ্গে। ঘরে ঢুকে প্রিয়াঙ্কা জড়িয়ে ধরেন ওই তরুণীর মাকে। এক ঘণ্টা কথাবার্তা চলে তাঁদের। রাহুল সংবাদমাধ্যমের সামনে বলেন, “নির্যাতিতার পরিবারের সঙ্গে রয়েছি এই দুঃসময়ে।তাঁদের রক্ষা করার দায়িত্ব উত্তরপ্রদেশ সরকারের।”
সংবাদমাধ্যমের সামনে মুখ খোলেন প্রিয়াঙ্কাও। বলেন, “মেয়েটির পরিবার ন্যায়বিচার না পাওয়া অবধি আমরা লড়ে যাব। যোগী আদিত্যনাথ নিজের দায়িত্বকর্তব্য ভুলে যেতে পারেন না।”