কলকাতা

তৃণমূলে যোগ দিলেন রায়গঞ্জের বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণী

একমাস আগেই বিজেপি ছেড়েছেন ৷ এবার তৃণমূলের যোগ দিলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী ৷ আজ তৃণমূল ভবনে পার্থ চট্টোপাধ্যায়ের হাত ধরে তিনি দল যোগ দিলেন৷  তৃণমূলেই যোগ দিলেন রায়গঞ্জের দাপুটে বিজেপি নেতা কৃষ্ণ কল্যাণী ক্ষোভ উগরে দিলেন বিজেপির বিরুদ্ধে। এদিন কৃষ্ণ কল্যাণী বললেন, “বিজেপিতে কাজের পরিবেশ নেই। যা আছে তা শুধুই ষড়ষন্ত্র। আর এভাবে কোনওদিনও ভাল কাজ করা যায় না। আমি কাজ করার চেষ্টা করেছি। বড় জয়েনিং করিয়েছি। বিনিময়ে আমি ষড়যন্ত্রের শিকার হয়েছি। তাই বাধ্য হয়ে দল ছেড়েছি।” তাঁর কথায়, কেন্দ্র মানুষের জন্য কাজ করছে না। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছেন, মানুষের জন্য কাজ করছেন, তা দেখে অনুপ্রাণিত হয়েছেন সাংসদ। সেই কারণেই দলবদলের সিদ্ধান্ত।  

বিধানসভা নির্বাচনে জিতে তৃণমূল তৃতীয়বার ক্ষমতায় আসার পরেই বিজেপিতে ভাঙন ধরতে শুরু করে ৷ উত্তর দিনাজপুরের ৯টি বিধানসভা কেন্দ্রই এবার তৃণমূলের দখলে চলে গেল ৷ উল্লেখ্য উত্তর দিনাজপুর জেলায় ৯টি বিধানসভা আসনের মধ্যে ২টি আসন পেয়েছিল বিজেপি ৷ একটি কালিয়াগঞ্জ এবং অপরটি রায়গঞ্জ ৷ আগেই কালিয়াগঞ্জের বিজেপি বিধায়ক সৌমেন রায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন ৷ এবার রায়গঞ্জও গেল। দেখা যায় এবারও দুশো পার করে সরকারে ফিরেছেন মমতা। আর বিজেপির রথ থেমেছে ৭৭-এ। কিন্তু সে তো ২ মে-র সংখ্যা ছিল। ২ নভেম্বর ৬ মাস হওয়ার আগেই বিজেপি সেখান থেকে নেমে ৭০ হয়ে গেল বুধবার।