কলকাতা

নয়া টালা সেতুর নকশা অনুমোদন করল রেল

নয়া টালা সেতুর নকশা অনুমোদন করল রেল।পূর্ত দফতরকে নকশা অনুমোদন করে পাঠালো রেল।গত ১৪ ডিসেম্বর বৈঠক হয় রেল-রাজ্য।এই রোড ওভার ব্রিজ দাঁড়িয়ে থাকবে ৬টা পিলারের ওপর।মাঝেরহাট সেতুর নকশা অনুমোদনের কাজে ঢিলেমির অভিযোগ এনেছিল রাজ্য। সূত্রের খবর সেই কারণেই দ্রুত টালা সেতুর নকশা অনুমোদন করল রেল। আগামী দেড় বছরের মধ্যে কাজ শেষ করতে চায় রাজ্য। নয়া টালা সেতু হবে কেবল স্টেয়ড। তবে এখানেও সেতুর নীচে রেল লাইন থাকায় ফের রেল-রাজ্য সমস্যা।পুরনো টালা সেতু ভাঙতে ইতিমধ্যেই ৫৫ লাখ দেওয়া হয়েছে বলে জানিয়েছে রাজ্য। এই টাকা রেলকে দিয়েছে রাজ্য। তবে আগের চেয়ে নয়া সেতু হবে অনেক লম্বা ও চওড়া।