উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে কৃষক মৃত্যুর ঘটনার প্রতিবাদে রাজ্যের বিভিন্ন জায়গায় রের অবরোধ করল বাম দলগুলি। পুরুলিয়া, পূর্বমেদিনীপুর, দক্ষিণ দিনাজপুর, নদিয়া-সহ বিভিন্ন জায়গায় রেল লাইনে বসে পড়ল আন্দোলনকারাীরা। উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে কৃষক হত্যার প্রতিবাদে আজ দক্ষিন পুর্ব রেলপথের আদ্রা খড়গপুর শাখায় ওন্দাগ্রাম স্টেশনের কাছে রেল অবরোধ করল বাম দলগুলি । আজ সাত সকালে বাম কর্মী সমর্থকরা ওন্দাগ্রাম স্টেশনে হাজির হয়ে একটি লোকাল ট্রেনের সামনে দাঁড়িয়ে অবরোধ শুরু করেন। লখিমপুরে কৃষক হত্যার প্রতিবাদ জানানোর পাশাপাশি ওন্দাগ্রাম স্টেশনে বিভিন্ন ট্রেনের স্টপেজ তুলে দেওয়ার সিদ্ধান্তেরও প্রতিবাদ জানান অবরোধকারীরা । ওন্দাগ্রাম স্টেশনে প্রায় এক ঘন্টা অবরোধ চলার পর অবরোধকারীরা নিজে থেকেই অবরোধ তুলে নেন । এই রেল অবরোধের জেরে দক্ষিণ পুর্ব রেলপথের খড়গপুর আদ্রা শাখায় সাময়িক ভাবে ট্রেন চলাচল বিপর্যস্ত হয় । অবরোধ করা হয় মেদিনীপুরেও। রেল অবরোধ হল হুগলিতেও।