কলকাতা

১৪ টি প্যাসেঞ্জার ও দূরপাল্লার ট্রেন বন্ধ রাখার সিদ্ধান্ত পূর্ব রেলের

 এবার একাধিক দূরপাল্লার ট্রেন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে পূর্ব রেলের পক্ষ থেকে। সূত্রের খবর, করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি হওয়ার কারণে যাত্রী সংখ্যা কম হচ্ছে। সেই কারণে মোট ১৪ টি প্যাসেঞ্জার এবং দূরপাল্লার ট্রেন পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই ট্রেনগুলির চলাচল বন্ধ থাকবে বলে এ দিন জানিয়েছে রেলওয়ে।

একনজরে দেখে নিন কোন কোন ট্রেন পরিষেবা বন্ধ করা হচ্ছে –

🔴 হাওড়া-বোলপুর (শান্তিনিকেতন) স্পেশাল
🔴 বোলপুর (শান্তিনিকেতন)-হাওড়া স্পেশাল
🔴 শিয়ালদহ-আসানসোল স্পেশাল
🔴 আসানসোল-শিয়ালদহ স্পেশাল
🔴 হাওড়া-সিউড়ি স্পেশাল
🔴 সিউড়ি-হাওড়া স্পেশাল
🔴 ভাগলপুর-মুজফফরপুর স্পেশাল
🔴 মুজফফরপুর-ভাগলপুর স্পেশাল
🔴 নবদ্বীপ ধাম-মালদা স্পেশাল
🔴 মালদা-নবদ্বীপ ধাম স্পেশাল
🔴 দিঘা-আসানসোল স্পেশাল
🔴 আসানসোল-দিঘা স্পেশাল
🔴 আসানসোল-টাটা স্পেশাল
🔴 টাটা-আসানসোল স্পেশাল