কলকাতা

লোকাল ট্রেন চালানো নিয়ে সোমবার নবান্নে রাজ্যের সঙ্গে বৈঠকে বসছেন রেলকর্তারা

গতকাল রাতেই রাজ্যে সরকারের চিঠি। আজই মিলল সুস্পষ্ট আশ্বাস। আগামী সোমবার বিকালেই নবান্নে বসতে চলেছে বৈঠক। সেখানেই ঠিক হতে চলেছে রেলকর্মীরা ছাড়াও আমজনতা এবার থেকে পূর্ব ও দক্ষিন পূর্ব রেলের লোকাল ট্রেনে সফর করতে পারবেন কী পারবেন না। গতকাল রাতে হাওড়া স্টেশনে ঘটে যাওয়া বিক্ষোভের জেরে কার্যত চতুর্দিক জুড়ে নিন্দা ছড়িয়েছে আরপিএফ কর্মীদের মারমুখী ভঙ্গিমায়। কেন যাত্রী তথা বিক্ষোভকারীদের এভাবে মারা হল আর কার নির্দেশে লাঠিচার্জের ঘটনা ঘটল তা খতিয়ে দেখতে তদন্তের দাবিও উঠেছে। এই রকম অবস্থায় রাজ্যের চিঠি তথা প্রস্তাবে সাড়া না দিয়ে রেলের হাতেও কোনও উপায় ছিল না। নবান্ন সূত্রে জানা গিয়েছে, আগামীকাল বিকাল ৫টায় রেল ও রাজ্যের বৈঠক বসতে চলেছে। রাজ্যের তরফে বৈঠকে মুখ্য ভূমিলা পালন করবেন মুখ্যসচিব আলাপন বন্দোপাধ্যায়। রেলের তরফে বৈঠকে হাজির থাকবেন থাকবেন পূর্ব ও দক্ষিণ পূর্ব রেলের আধিকারিকরা। বৈঠকে লোকাল ট্রেন নিয়ে জট কাটতে পারে বলে ইঙ্গিত মিলেছে রেলের তরফেও। বৈঠকে উপস্থিত থাকার কথা, দুই রেলের এজিএম, চিফ অপারেশন ম্যানেজার, চিফ সিকিউরিটি কমিশনার সহ রেল আধিকারিকদের। অপরদিকে রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিকরাও এই বৈঠকে থাকতে পারেন।