দেশ

আগামী বছর প্রয়াগরাজে বসছে কুম্ভ মেলায়, ভক্তদের জন্য একগুচ্ছ পরিকল্পনা ভারতীয় রেলের

মহাকুম্ভে দর্শনার্থীদের পৌঁছতে যেন কোনও সমস্যায় না পড়তে হয় ৷ এখন থেকে তার প্রস্তুতি শুরু করল রেল কর্তৃপক্ষ ৷ আগামী বছর প্রয়াগরাজে বসছে মহাকুম্ভ ৷ অনুমান, দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৩০ কোটি ভক্ত, দর্শনার্থীরা এতে যোগ দেবেন ৷ এই বিপুল সংখ্যক মানুষের মহাকুম্ভ মেলায় যেতে কোনও অসুবিধে যেন না হয় ৷ তাই এর আগে যে সরকারের বিভিন্ন বিভাগের যে সব আধিকারিকরা কুম্ভ মেলায় থেকেছেন, তাঁদের কাছ থেকে পরামর্শ, অভিজ্ঞতা জানতে চাইছে রেল ৷ রেলের একটি সূত্র ইটিভি ভারতকে জানিয়েছে, কুম্ভমেলায় কোনও ঝামেলা-ঝঞ্ঝাট ছাড়া যাত্রীদের যাতায়াত নিশ্চিত করতে উচ্চাধিকারিকদের সঙ্গে কথা বলা হচ্ছে ৷ এর আগে রেল কর্তৃপক্ষ একটি ওয়ার্কশপের আয়োজন করেছিল ৷ সেখানে উচ্চাধিকারিকরা ২০১৩ এবং ২০১৯ সালের কুম্ভমেলায় তাঁদের অভিজ্ঞতার কথা তুলে ধরেছিলেন ৷ বিগত কুম্ভমেলাগুলিতে যেসব খামতি থেকে গিয়েছে, তা পূরণ করতে একটি সর্বাঙ্গীন পরিকল্পনা করছে রেল ৷ সেটি যত দ্রুত সম্ভব কার্যকর করা হবে বলে জানা গিয়েছে ৷ এনিয়ে সম্প্রতি প্রয়াগরাজে একটি বৈঠকও হয়েছে ৷ আগামী বছর ১৪ জানুয়ারি থেকে ২৬ফেব্রুয়ারি প্রয়াগরাজে বসছে মহাকুম্ভ মেলা ৷ প্রয়াগরাজ ডিভিশনের জনসংযোগ আধিকারিক অমিত কুমার সিং ইটিভি ভারতকে বলেন, “রাজ্য সরকারের বিভিন্ন বিভাগের সহযোগিতায় রেলওয়ে একটি সর্বাঙ্গীন পরিকল্পনা তৈরি করেছে ৷ মহাকুম্ভ মেলায় প্রবেশ ও বাহিরের পৃথক রাস্তা করা, রুটের চার্ট এবং ভিড় সামলানোর ক্ষেত্রে সেই পরিকল্পনা পুলিশকে কার্যকর করতে হবে ৷ যাতে যাত্রীদের যাতায়াতে কোনও অসুবিধে না হয় ৷” এছাড়া স্টেশনগুলিতে বিভিন্ন ভাষাভাষী কর্মীদের মোতায়েন করা হবে ৷ বিশেষত, যে জায়গাগুলি দিয়ে ভক্ত, দর্শনার্থীরা যাতায়াত করবেন, সেখানে থাকবেন নানা ভাষার কর্মীরা ৷ দেশের বিভিন্ন রাজ্য, বিদেশ থেকে আসা ভক্তদের গাইড করবেন তাঁরা ৷ ঘোষণা করার জন্য আধুনিক যন্ত্রপাতি লাগানো হবে স্টেশনে ৷ সেখানে 22টি ভাষায় ঘোষণা হবে ৷