কলকাতা

বঙ্গোপসাগরে নিম্নচাপ! নবমী-দশমীতে কলকাতা সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরি হয়েছে। ধীরে ধীরে তা শক্তি বাড়াচ্ছে। ২২ অক্টোবর নাগাদ তা নিম্নচাপে পরিণত হবে। এর প্রভাবে পুজো শেষ লগ্নে ছয় জেলায় বৃষ্টির পূর্বাভাস। পাশাপাশি রাতের তাপমাত্রা হ্রাসেরও পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ২০ অক্টোবর শুক্রবার দার্জিলিং ও কালিম্পং-এ বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। অন্যদিকে ২১ থেকে ২৪ অক্টোবর উত্তর বঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। তবে ২৩ ও ২৪ অক্টোবর মঙ্গলবার ও বুধবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা ও হুগলি জেলায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের ওপরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। যা পরবর্তী সময়ে ২২ অক্টোবর নাগাদ পশ্চিম বধ্য বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে পরিণত হতে চলেছে। যে কারণে ছয় জেলায় বৃষ্টির পূর্বাভাস। আবহাওয়া দফতর জানিয়েছে, ২২ অক্টোবর নাগাদ গভীর নিম্নচাপের কারণে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে হাওয়ার বেগ ঘন্টায় ৪৫ কিমির বেশি থাকতে পারে। যে কারণে সমুদ্র উত্তাল থাকবে। মৎস্যজীবীদের উদ্দেশে লাল সতর্কতা জারি করে বলা হয়েছে, যাঁরা গভীর সমুদ্রে যাচ্ছে, তাঁরা যেন ২৩ অক্টোবরের মধ্যে ফেরত আসেন। এবং ২৪-এর পাশাপাশি ২৫ অক্টোবর তাঁরা যেন সমুদ্রে মাছ ধরতে না যান।