কলকাতা

আজ রাজ্যে বৃষ্টির সম্ভাবনা

আজ, বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা রাজ্যে। উত্তরবঙ্গের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে বৃষ্টি বেশি হওয়ার আশঙ্কা। দক্ষিণবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷ বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদীয়াতে।  কলকাতা-সহ বাকি জেলাতেও আজ মেঘলা আকাশ ৷ দু-এক পশলা হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে।  এদিকে আজ, বৃহস্পতিবার আরও বাড়ল কলকাতার তাপমাত্রা ৷ সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৮.২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা ১ ডিগ্রি বেশি। সকালের দিকে সামান্য কুয়াশা, পরে মেঘলা আকাশ। দক্ষিণবঙ্গে আগামীকাল থেকে পরিষ্কার আকাশ। উত্তরবঙ্গে শনিবার থেকে পরিষ্কার আকাশের সম্ভাবনা রয়েছে।