কলকাতা থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় চড়ছে পারদ। কয়েকদিন আগেও বাতাসে হালকা ঠান্ডার আমেজ ছিল, কিন্তু এখন তাও উধাও। চড়া রোদ, শুকনো বাতাস আর ক্রমশ উষ্ণ হতে থাকা আবহাওয়া ইঙ্গিত দিচ্ছে গ্রীষ্মের আগমনের। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের সব জেলায় তাপমাত্রা আরও বাড়বে। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। ফলে গরমের দাপট আরও বাড়তে পারে। বুধবার কলকাতার আকাশ পরিষ্কার থাকবে। শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করবে, আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রির কাছাকাছি। তবে সপ্তাহের শেষে কলকাতার তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছতে পারে। দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলীয় জেলাগুলিতে গরম আরও বেশি বাড়বে। কিছু কিছু এলাকায় পারদ ৩৮ ডিগ্রি ছুঁতে পারে। আগামী পাঁচ দিনে তাপমাত্রা চার থেকে ছয় ডিগ্রি পর্যন্ত বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তবে শুধু কলকাতা বা দক্ষিণবং নয়, উত্তরবঙ্গেও বাড়ছে গরমের দাপট। তবে দু’দিন পর উত্তরে কিছুটা স্বস্তি মিলতে পারে। হাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার থেকে পার্বত্য এলাকাগুলিতে হালকা বৃষ্টি শুরু হতে পারে। শুক্রবারের মধ্যে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া, রবিবার ও সোমবার দার্জিলিঙে হালকা বৃষ্টি হতে পারে।
