কাল থেকেই মেঘলা হয়ে রয়েছে আকাশ। রাজ্য জুড়ে বেশ কয়েকটি জেলাতেই রাতভর বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে। সেই সঙ্গে বৃষ্টি হয়েছে কলকাতাতেও। হাওয়া অফিস সূত্রে খবর, আজও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি হতে পারে। পূর্বাভাস রয়েছে বজ্রপাতেরও। কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। অন্যদিকে, কার্যত লাগাতার বৃষ্টি চলছে উত্তরবঙ্গে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী পাঁচদিনও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে। আলিপুর আবহাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, আজ কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, নদিয়া, মুর্শিদাবাদে বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে। আশঙ্কা রয়েছে বজ্রপাতেরও হতে পারে। বৃষ্টির সময় সাধারণ মানুষকে বাড়ির বাইরে থাকতেও নিষেধ করা হয়েছে।অন্যদিকে, লাগাতার বৃষ্টিপাত চলছে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায়। আগামী ৫ দিন উত্তরবঙ্গে আরও বৃষ্টি হতে পারে এমনই পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার হাসিমারা বানারহাট ময়নাগুড়ি ও কোচবিহারে ব্যাপক বৃষ্টিপাত চলছে। এই অঞ্চলগুলিতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। প্রবল বৃষ্টির জেরে ধস নামার আশঙ্কাও রয়েছে। গত কয়েকদিনে মালবাজারে শুরু হওয়া বৃষ্টির জেরে জলমগ্ন হয়েছে বেশ কিছু এলাকা। ফের রাজ্যে জুড়ে বৃষ্টির পূর্বাভাস, সতর্কতা জারি উত্তরবঙ্গেও