কলকাতা

কাকভোরে বৃষ্টিতে ভিজল কলকাতা

পূর্বাভাস আগেই দেওয়া ছিল। সেই পূর্বাভাস মিলিয়ে শনিবার কাকভোরে বেশ ভালই বৃষ্টিতে ভিজে নিল কলকাতা। এদিন ভোর সাড়ে ৪টে থেকে সকাল ৬টা পর্যন্ত টানা বৃষ্টি হয়েছে কলকাতা ও আশেপাশের জেলাগুলিতে। সকাল থেকে আকাশের মুখভার। আলিপুর আবহাওয়া দপ্তরের মতে, আগামী সপ্তাহেই পাহাড় থেকে সমতলের জেলাগুলিতে তাপমাত্রা ক্রমে নামতে পারে। মেঘাচ্ছন্ন আবহাওয়ার পরিবর্তন হলেই ভেল্কি দেখাতে পারে উত্তুরে হাওয়া। ইতিমধ্যেই দিল্লিতে হাড় কাঁপানো ঠান্ডা পড়তে শুরু করেছে। শৈত্যপ্রবাহের সতর্ক বার্তাও জারি হতে পারে। রাজধানীর ঠান্ডায় এবার আশায় বুক বাধতে পারেন বঙ্গবাসীও। আজ, শনিবার ভোররাত থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কিছু জেলায় ঝিরঝিরে বৃষ্টির কারণে পারদ কিছুটা নেমেছে। আগামী ২৪ ঘণ্টা এমনই আবহাওয়া থাকবে বলে হাওয়া অফিস জানাচ্ছে। মেঘ সরলেই ঠান্ডার আমেজ ফিরবে কলকাতায়। পারদ নামতে পারে ২০ ডিগ্রির নীচে। ইতিমধ্যে দার্জিলিঙে সর্বনিম্ন তাপমাত্রা ৬-৭ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করছে। পশ্চিমের জেলাগুলিতে পারদ গত কয়েক দিনের তুলনায় নিম্নমুখী। আবহাওয়া বিজ্ঞানীদের আশা, আগামী সোমবার থেকেই উত্তুরে হাওয়ার প্রভাব মালুম হবে।