জেলা

Cyclone Remal: বদলে গেল ল্যান্ডফলের জায়গা!

মুদ্রের উপর ক্রমশ রুদ্রমূর্তি ধারণ করছে সাইক্লোন রিমল। IMD-র লেটেস্ট ওয়েদার আপডেটে জানা গেছে, ইতিমধ্যেই সিভিয়ার সাইক্লোনের তকমা পেয়ে গিয়েছে এই ঘূর্ণিঝড়। ৬ কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে এগোচ্ছে রিমল। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, ঘূর্ণিঝড়টি যত বেশিক্ষণ ধরে সমুদ্রের উপর থাকবে ততই তার শক্তি মারাত্মক ভাবে বৃদ্ধি পেতে থাকবে। বেলা ১২টা নাগাদ ঘূর্ণিঝড় রেমাল বাংলাদেশের খেপুপাড়া থেকে ২৯০ কিলোমিটার দূরে অবস্থান করছে। সাগরদ্বীপ থেকে ২৭০ কিলোমিটার দূরে রয়েছে এই ঘূর্ণিঝড়। দিঘা থেকে ৩৯০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পূর্বে অবস্থান এই ঘূর্ণিঝড়ের। দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থেকে মাত্র ৩১০ কিলোমিটার দূরে রয়েছে এই ঘূর্ণিঝড়। এদিকে ঘূর্ণিঝড়টির প্রভাবে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি শুরু হয়েছে। কোথাও কোথাও বইছে ঝোড়ো হাওয়া। ঘূর্ণিঝড়টি ল্যান্ডফলের সময় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঘণ্টায় ১১০ থেকে ১২০ কিলোমিটার বেগে হাওয়া বইবে। কলকাতায় ঝোড়ো হওয়ার গতিবেগ থাকবে ঘন্টায় ৯০ কিলোমিটার। এর আগে গত শুক্রবার পর্যন্ত আবহাওয়া দফতরের সতর্কবার্তা অনুযায়ী জানা গিয়েছিল, ঘূর্ণিঝড়টি বাংলাদেশের খেপুপাড়া ও পশ্চিমবঙ্গের সাগরদ্বীপের মাঝামাঝি কোনও উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়তে পারে। তবে লেটেস্ট আপডেটে জানা গিয়েছে, সম্ভবত ঘূর্ণিঝড়টির ল্যান্ডফলের জায়গা বদলে যাচ্ছে। এখনও পর্যন্ত পাওয়া আপডেট অনুযায়ী, বাংলাদেশের মঙ্গলার দক্ষিণ-পশ্চিমে প্রবল শক্তি নিয়ে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় রেমাল। রবিবার মধ্যরাতে ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল হতে পারে।