জেলা বিনোদন

মমতার উপস্থিতিতেই তৃণমূলে যোগ দিলেন মনোজ, রাজ, জুন, সায়নী, সুদেষ্ণা, মানালি, চৈতালী ও কাঞ্চন

মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতেই তৃণমূলে যোগ দিলেন মনোজ তিওয়ারি। সঙ্গে যোগ দিলেন তৃণমূলে যোগ দিলেন পরিচালক রাজ চক্রবর্তী, অভিনেত্রী জুন মালিয়া, অভিনেত্রী সায়নী ঘোষ, অভিনেতা কাঞ্চন মল্লিক, অভিনেত্রী মানালি দে, অভিনেত্রী চৈতালী দাশগুপ্ত, অভিনেত্রী সুদেষ্ণা রায় প্রমুখ। কার্যত লাখো মানুষের ভিড়ে এই সব তারকার যোগদান এদিন ডানলপের মরা মাঠে জোয়ার নিয়ে আসে। দীর্ঘদীন যাবৎ মুখ্যমন্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠ পরিচালক রাজ চক্রবর্তী এবং অভিনেত্রী জুন মালিয়া। দুই তারকার বিয়েতেও উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। তবে এবার একেবারে সরাসরি তৃণমূল পরিবারের সদস্য হিসেবে নাম লেখালেন তাঁরা। অন্যদিকে, দিন কয়েক আগেই সায়নী ঘোষের গেরুয়া শিবিরে যোগদানের জল্পনা দৃঢ় হয়ে উঠেছিল। তবে বুধবার সমস্ত জল্পনা নস্যাৎ করে দিয়ে নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করলেন অভিনেত্রী সায়নী। রাজ, জুন, সায়নী, কাঞ্চন, সুদেষ্ণা অনন্যাদের মতো টলিপাড়ার প্রথম সারির এই তারকারাও বুঝিয়ে দিলেন যে তাঁরা ‘প্রিয় দিদি’ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই রয়েছেন। এদিন তৃণমূলে যোগ দিয়ে রাজ চক্রবর্তী বলেন, এতদিন দিদির ভক্ত ছিলাম। কিন্তু এখন দেখছি আর বাড়িতে বসে থাকার উপায় নেই। এগিয়ে আসতেই হতো। দিদি মাঠে নেমে রাজনীতি করার সুযোগ করে দিয়েছেন বলে কৃতজ্ঞ। জুন মালিয়া বলেন, জুন বলেন, ‘খেলা হবে তো? আমি দিদির সঙ্গে আছি। আজীবন থাকব। রাজনীতি বুঝি না। মানুষকে বুঝি আর মমতা বন্দ্যোপাধ্যায়কে বুঝি।’ বিজেপি বিভেদের রাজনীতি করছে বলে তোপ দাগেন কাঞ্চন মল্লিক।