খেলা

সর্বোচ্চ রান তাড়া করে পাঞ্জাবকে হারিয়ে শারজায় রেকর্ড গড়ল রাজস্থান রয়্যালস

আইপিএলে ইতিহাসে সর্বাধিক রান তাড়া করে জয় রাজস্থান রয়্যালসের। ২২৪ রান তাড়া করে পাঞ্জাবকে হারাল রাজস্থান। প্রথমে ব্যাট করে পাঞ্জাব স্কোরবোর্ডে ২২৩ রান তোলে। যার জবাবে ৩ বল বাকি থাকতে ৪ উইকেটে জয় ছিনিয়ে নিল স্টিভ স্মিথ অ্যান্ড কোম্পানি। রেকর্ড ভেঙে রান তাড়া করতে নেমে আজ নতুন রেকর্ড গড়ল রাজস্থান রয়্যালস। এদিন পাঞ্জাবের ২২৩ রানের জবাবে রাজস্থান ৬ উইকেট হারিয়ে ২২৬ রান তুলে ম্যাচ জিতে নিল। ম্যাচে এদিন পাঞ্জাবের হয়ে ৫০ বলে ১০৬ রান হাঁকান মায়াঙ্ক। রাহুল ৫৪ বলে ৬৯ রান হাঁকান। প্রথম উইকেটে ১৮৩ রানের পার্টনারশিপে ভর করেই পাঞ্জাব ২ উইকেট হারিয়ে ২২৩ রান তোলে। এরপর ২২৪ রানের টার্গেট তাড়া করতে নেমে রাজস্থানের হয়ে বাটলার দ্রুত ফিরে গেলেও স্মিথ ২৭ বলে ৭টি চার ২টি ছক্কায় পঞ্চাশ করে আউট হন। রাজস্থানের জয়ের আসল নায়ক সঞ্জু স্যামসন। ৪২ বলে ৮৫ রান হাঁকালেন সঞ্জু। এই নিয়ে টানা দুই ম্যাচে ৭০ প্লাস রান স্যামসনের। চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচে ৩২ বলে ৭৪ রান করেন। ম্যাচে এদিন ৪টি চার ও ৭টি ছক্কা হাঁকালেন স্যামসন। শেষটা করলেন রাহুল তেওয়াটিয়া। ৭টি ছক্কায় ৩১ বলে ৫৩ রান হাঁকিয়ে জয়ের রাস্তা গড়ে দেন তেওয়াটিয়া। শেষদিকে ৩ বলে ১৩ হাঁকিয়ে আর্চার ম্যাচ জিতিয়ে দেন। ৩ বল বাকি থাকতে ৪ উইকেটে জয় পায় রাজস্থান।