মন্ত্রীত্ব ছেড়েছেন ঠিকই কিন্তু নিজের কেন্দ্র ছাড়তে নারাজ ৷ যেখানেই থাকুন না কেন আসন্ন বিধানসভা নির্বাচনে ডোমজুড় থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৷ আজ ডোমজুড়ের সলপে সাধারণতন্ত্র দিবসের একটি অনুষ্ঠানে এসে জানিয়ে দিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় ৷ পাশাপাশি বিজেপিতে যোগদান নিয়েও হেঁয়ালি বজায় রাখলেন ৷বললেন, “এই দিনকে সাক্ষী রেখে বলছি আমার সঙ্গে ডোমজুড়ের মানুষের সঙ্গে আত্মিক সম্পর্ক ৷ আমি ডোমজুড় ছাড়া বাংলার অন্য কোনও জায়গা থেকে দাঁড়াব না ৷ ডোমজুড়েই দাঁড়াব ৷” তিনি আরও বলেন, “ডোমজুড়ের মানুষের সঙ্গে আমার আত্মিক সম্পর্ক রয়েছে ৷ রাজীব বন্দ্যোপাধ্যায়কে এলাকায় দেখা যায় না, ডোমজুড়ের মানুষ এই অভিযোগ করতে পারবে না ৷ আমফান, কোভিডের মতো সময়ে পথে নেমে কাজ করেছি ৷ আজ যারা বড় বড় কথা বলছেন তাদের তখন দেখা যায়নি ৷ আগামীদিনের ডোমজুড়ের মানুষই বুঝিয়ে দেবে কে তাদের পরিবারের সদস্য আর কে বাইরের লোক ৷”তিনি বলেন, “আমি ভবিষ্যৎদ্রষ্টা নই । আগামীতে কী হবে বলতে পারব না ৷ আমি ঈশ্বরে বিশ্বাসী মানুষ । ভগবান যা করেন মঙ্গলের জন্য করেন ।”