দেশ

অ্যামেরিকার সেক্রেটারি অফ ডিফেন্স মার্ক এসপারের সঙ্গে রাজনাথের বৈঠক ফলপ্রসূ

অ্যামেরিকার সেক্রেটারি অফ ডিফেন্স মার্ক এসপারের সঙ্গে বৈঠক করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং । বৈঠকে ছিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ জেনেরাল বিপিন রাওয়াত, সেনাপ্রধান মনোজ মুকুন্দ নারাভানে, বায়ুসেনা প্রধান আর কে এস ভাদুরিয়া ও নৌসেনা প্রধান করমবীর সিং। বৈঠক শেষে রাজনাথ সিং জানিয়েছেন, “আমাদের কথোপকথন ফলপ্রসূ হয়েছে । আর বিস্তারিত ক্ষেত্রে প্রতিরক্ষামূলক সহযোগিতার বিষয়গুলি নিয়ে আলোচনা হয়েছে মার্ক এসপারের সঙ্গে ।” তিনি আরও বলেন, “আজকের আলোচনা দুই দেশের প্রতিরক্ষা সম্পর্ক এবং পারস্পরিক সহযোগিতাকে আরও বলিষ্ঠ করবে ।” সূত্রের খবর, জিও স্পেশিয়াল কো-অপারেশনের জন্য বেসিক এক্সচেঞ্জ অ্যান্ড কো-অপারেশন চুক্তিতে সই করতে পারে দু’দেশ । এরপর আজ রাতে মাইক পম্পেও ও মার্ক এসপারের জন্য একটি নৈশভোজেরও আয়োজন করেছেন রাজনাথ সিং । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গেও বৈঠক হওয়ার কথা রয়েছে মাইক পম্পেও ও মার্ক এসপারের ।