বিরোধীদের আপত্তি ও বিক্ষোভের পরেও বুধবার রাজ্যসভায় পাশ হল গভর্নমেন্ট অফ ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি অফ দিল্লি (সংশোধনী) বিল, ২০২১ বা এনসিটি। ফলে, নির্বাচিত সরকারের হাত থেকে দিল্লির যাবতীয় প্রশাসনিক ক্ষমতা হস্তান্তর হল লেফটেন্যান্ট গভর্নরের হাতে। অর্থাৎ এই বিল আইনে পরিণত হলে যে কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে গেলে দিল্লির সরকারকে সেখানকার লেফটেন্যান্ট গভর্নরের অনুমতি নিতে হবে।কেন্দ্রের অনড় মনোভাবে সংসদের উচ্চকক্ষে এই বিল পাশের ফলে ধাক্কা খেল কেজরিওয়াল সরকার। এনসিটি বিল পাসে কেন্দ্রের এই মনোভাবের তীব্র বিরোধিতা করেছে আম আদমি পার্টি। গত ২২ মার্চ লোকসভায় পাশ হয়েছিল এনসিটি বিল। মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের টুইটে ক্ষোভ উগড়ে দিয়ে লেখেন, ‘গণতন্ত্রের কালো দিন শুরু হয়ে গেছে।’ কেজরির কথায়, দিল্লির ভোটে বিজেপি দু’বার হেরেছে। এখন শাসন ক্ষমতা নিজেদের হাতে রাখতে বিল পাশ করেছে। তাঁর অভিযোগ, নির্বাচিত সরকারের ক্ষমতা খর্ব করে তাকে ঠুঁটো করে রাখতে চাইছে কেন্দ্র। এইভাবে দেশের গণতান্ত্রিক শাসনব্যবস্থা ও সংবিধানের উপরেও আঘাত হানা হচ্ছে। কেজরি বলেন, ‘আমরা হার মানব না, লড়াই থামাব না। মানুষের ক্ষমতা যাতে মানুষের হাতেই থাকে, সে নিয়ে লড়াই চলবে। যতই বাধা আসুক, আমরা থামব না।’ কেন্দ্রকে আক্রমণ করে আপ সাংসদ সঞ্জয় সিং বলেন, “দিল্লিতে পর পর দু’বার বিধানসভায় হেরেছে বিজেপি। তারই বদলা নিতে এই বিল পাশ হল।”