জলমগ্ন রাস্তায় বসেই প্রতিবাদ রেকর্ড ভেঙে দিয়েছে দিল্লির বৃষ্টি। জলে ভাসছে বিমানবন্দর থেকে রাস্তাঘাট। জলমগ্ন ফ্লাইওয়েতেই প্রতিবাদ কর্মসূচি পালন চালিয়ে গেলেন কৃষক নেতা রাকেশ টিকাইত। সঙ্গে আছেন আরও বহু কৃষক দিল্লি-উত্তরপ্রদেশের গাজিপুর সীমান্তে অনেক দিন ধরেই অবস্থান বিক্ষোভ করছেন কৃষকরা। দিল্লি-এনসিআর এলাকায় প্রবল বৃষতিতে জল থই থই অবস্থা সে জায়গাতেও। জলের মধ্যেই বসে পড়লেন টিকাইত। ভারতীয় কিসান ইউনিয়নের মিডিয়া ইন চার্জ ধর্মেন্দ্র মালিক বললেন, ‘বিকেইউ মুখপাত্র রাকেশ টিকাইত জলমগ্ন রাস্তাতেও তাঁর প্রতিবাদ জারি রেখেছেন। এখান থেকে দিল্লির দিকে যাওয়া
নর্দমাগুলো পরিষ্কার করার দাবি আমরা আগে থেকেই করে আসছি। কিন্তু কর্তৃপক্ষ কোনও কয়হা কানে তোলেনি।’ বৃষ্টিতে কৃষকদের তাঁবু, লঙ্গর, অস্থায়ী নির্মাণ, সমস্ত কিছুর তছনছ অবস্থা। কিন্তু তাতে মনোবল হারাচ্ছে না কৃষক সংগঠন। মালিক বলছেন, ‘শীত গ্রীষ্ম বর্ষা, সব ঋতুই দেখে নিয়েছে প্রতিবাদী কৃষকরা। এবার আর কোনও কিছুতেই ভয় পাবে না তারা।’
২০২০-র নভেম্বর থেকে শয়ে শয়ে কৃষক দিল্লিতে প্রতিবাদ আন্দোলন চালিয়ে যাচ্ছেন। কেন্দ্রের তিনটে কৃষি আইন প্রত্যাহারের দাবিতে এই প্রতিবাদ। সরকার পক্ষের সঙ্গে দফায় দফায় আলোচনা হলেও কোনও সমাধান সূত্র মেলেনি। দুই পক্ষই নিজেদের দাবিতে অনড়।