দেশ

২০২৩-এর শেষে রাম মন্দির নির্মাণ সম্পূর্ণ হবে, রিপোর্টে জানাল কমিটি

২০২৩-এর শেষে সম্পূর্ণ হবে রাম মন্দিরের কাজ ৷ মঙ্গলবার রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট তাদের জমা দেওয়া রিপোর্টে এ কথাই জানিয়েছে ৷ তারা আশা করছে, সময়ের মধ্যে রাম মন্দির নির্মাণ হয়ে যাবে ৷ নির্মাণকার্য দেখাশোনার জন্য যে কমিটি আছে তার প্রধান আইএএস নীরপেন্দ্র মিশ্র ৷ তিনি মন্দির তৈরি নিয়ে সোমবার একটি রিপোর্ট জমা দিয়েছেন ৷ তাতে জানানো হয়েছে, “২৪ জানুয়ারি, ২০২২-এ স্তম্ভ দীর্ঘ করার কাজ শুরু হয়েছে এবং এখনও চলছে ৷ স্তম্ভ তৈরিতে কর্নাটক এবং তেলাঙ্গানা থেকে গ্রানাইট পাথরের ব্লক আনা হচ্ছে ৷ প্রায় ৫×২.৫×৩ ফুট (দৈর্ঘ্য-প্রস্থ-উচ্চতা) বিশিষ্ট ১৭ হাজার গ্রানাইট ব্লক লাগবে ৷ এ বছরের সেপ্টেম্বরে এই কাজ শেষ হয়ে যাবে ৷ স্তম্ভগুলির উচ্চতা ব়্যাফ্টের উপর থেকে ৬.৫ মিটার হবে ৷” রাজস্থানের ভরতপুরের বাঁশি-পাহাড়পুর থেকে গোলাপি স্যান্ড স্টোন এনে মন্দির তৈরি হচ্ছে ৷ রাজস্থানের শ্রীহরি জেলার পিণ্ডওয়ারা শহরে জড়ো করে রাখা হচ্ছে পাথরগুলি ৷ এই রাজ্যেরই মাকরানা পাহাড় থেকে বিশ্ববিখ্যাত সাদা মার্বেল পাথর ব্যবহার করা হচ্ছে রাম মন্দির নির্মাণে ৷ পাথর কাটার কাজ কিছুটা এগিয়েছে এবং সেগুলি অযোধ্যায় আসছে ৷