উত্তরাখণ্ডের রামনগরে একটি চাঞ্চল্যকর ঘটনা। এখানে এক এইচআইভি সংক্রমিত কিশোরী ১৭ মাসে প্রায় ২০ যুবককে এইডসের পথে চালিত করেছে। শরীর দুর্বল হয়ে পড়ার পর হাসপাতালে যাওয়া যুবকদের পরীক্ষা করা হলে তারা এইচআইভি পজিটিভ পাওয়া যায়। ঘটনাটি রামনগরের গুলারঘট্টি এলাকায় ঘটেছে। এইচআইভি পজিটিভ যুবকদের কাউন্সেলিংয়ের সময় একটি কিশোরীর নাম বারবার সামনে আসে। জানা যায়, কিশোরীর মাদকের আসক্তি রয়েছে, এবং টাকার জন্য তিনি যুবকদের সঙ্গে শারীরীক সম্পর্ক করতেন। নৈনিতাল জেলায় গত কয়েক বছরে এইচআইভি-এর কেস বেড়ে গিয়েছে৷ যার মধ্যে রামনগরে সবচেয়ে বেশি এইচআইভি কেস দেখা গিয়েছে। এখানে গত ১৭ মাসে ৪৫ জন এইচআইভি পজিটিভ পাওয়া গিয়েছে। এপ্রিল ২০২৩ থেকে মার্চ ২০২৪ পর্যন্ত এক বছরে ২৬ জন নতুন রোগী মিলেছে, এরপর এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত ১৯ জন এইচআইভি সংক্রমিত হয়েছে। এর মধ্যে ৩০ পুরুষ ও ১৫ নারী রয়েছেন। এই ৩০ পুরুষের ২০ যুবকই এই কিশোরীর থেকে সংক্রমিত হয়েছেন বলে খবর।রামনগরের গুলারঘট্টি এলাকার একটি দরিদ্র পরিবারের ১৭ বছরের কিশোরীর কথা সামনে আসে ৷ তার মাদকের প্রতি আসক্তি রয়েছে। যখন টাকার প্রয়োজন হয়, তখন সে যুবকদের ডেকে নিয়ে আসত। এই যুবকেরা কিশোরী যে যৌণ রোগে আক্রান্ত তা না জেনেই বারবার শারীরিক সম্পর্ক স্থাপন করে। এইভাবেই শরীর থেকে শরীরে ছড়িয়ে যায় মারণ রোগটি৷