শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন ইউনাইটেড ন্যাশনাল পার্টির নেতা রনিল বিক্রমাসিংহে ৷ বৃহস্পতিবার তিনি প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছেন৷ এর আগেও এই দ্বীপরাষ্ট্রের প্রধানমন্ত্রী পদে ছিলেন রনিল ৷ দেশের কঠিন পরিস্থিতিতে ফের তিনিই এই পদে ফিরলেন ৷ এদিন রাষ্ট্রপতি ভবনে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষে রনিল বিক্রমাসিংহেকে প্রধানমন্ত্রী পদের শপথবাক্য পাঠ করান ৷ ৭৩ বছর বয়সি বিক্রমাসিংহে এর আগে পাঁচবার এই দ্বীপরাষ্ট্রের প্রধানমন্ত্রী পদে বসেছেন, কিন্তু কোনওবারই তিনি মেয়াদ পূরণ করতে পারেননি ৷ ষষ্ঠবার দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হলেও শ্রীলঙ্কার সংসদে মাত্র একজন প্রতিনিধি রয়েছে রনিল বিক্রমাসিংহের দল ইউনাইটেড ন্যাশনাল পার্টির ৷ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী পদে বিক্রমাসিংহে শপথ নেওয়ার পর তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন সদ্য পদত্যাগী শ্রীলঙ্কার প্রাক্তন প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে ৷ এক টুইট বার্তায় তিনি লিখেছেন, “নতুন প্রধানমন্ত্রীকে অনেক শুভেচ্ছে ৷ এই অস্থির সময়ে আপনার যাত্রাপথের জন্য শুভ কামনা রইল ৷ ”