দেশ

নতুন গ্রাহক নেওয়া যাবে না, Paytm -এর উপরে নয়া নিষেধাজ্ঞা আরবিআইয়ের

শুক্রবার ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের পক্ষ থেকে এক নির্দেশিকায় জানানো হয়েছে, ‘নতুন করে আর কাউকে নিজেদের গ্রাহক করতে পারবে না ডিজিটাল পেমেন্ট সংস্থা। শুধু তাই নয়, সংস্থার তথ্য-প্রযুক্তি ব্যবস্থা খতিয়ে দেখতে একটি আইটি অডিট ফার্মকেও নিয়োগ করতে হবে।’ মোদি সরকার নোটবন্দি করার পরেই দেশীয় বাজারে জাঁকিয়ে বসেছিল পেটিএম। অনলাইন লেনদেনের ক্ষেত্রে বেশ কয়েক কোটি মানুষ পেটিএমের উপরেই ভরসা করে থাকেন। ফলে তাঁদের কোনও সমস্যার সম্মুখীন হতে হবে কিনা, তা এখনও পরিস্কার নয়।দীর্ঘদিন ধরেই ডিজিটাল পেমেন্ট সংস্থা পেটিএমের কাজকর্ম নিয়ে অভিযোগ জমা পড়ছিল রিজার্ভ ব্যাঙ্কের কাছে। এমনকী নিয়ম মেনে ব্যবস্থা না চালানোর অভিযোগে ডিজিটাল পেমেন্ট সংস্থাটিকে বড়সড় জরিমানাও করেছিল কেন্দ্রীয় ব্যাঙ্ক। আর এদিন কার্যত নিষেধাজ্ঞার শাস্তি নামিয়ে আনল। রিজার্ভ ব্যাঙ্কের পক্ষ থেকে এদিন এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন করে কোনও গ্রাহক নিতে পারবে না পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক। সেই সঙ্গে সংস্থার আইটি সিস্টেম খতিয়ে দেখার জন্য একটি আইটি অডিট ফার্ম নিয়োগ করে অডিট করাতে হবে। সেই অডি রিপোর্ট খতিয়ে দেখেই সিদ্ধান্ত নেওয়া হবে পেমেন্টস ব্যাঙ্কটিকে নতুন করে কোনও গ্রাহক যোগ করতে দেওয়া হবে কিনা।’