দেশ

ফের রেপোরেট বৃদ্ধি করল আরবিআই

আরবিআইয়ের ঋণ নীতি কমিটির বৈঠকের পরে বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হল রেপোরেট বৃদ্ধি করা হয়েছে ৩৫ বেসিস পয়েন্ট (৬.২৫ শতাংশ)। এই নিয়ে পরপর পাঁচবার রেপোরেট বৃদ্ধি করল আরবিআই। বৃদ্ধির কারণ ব্যাখ্যা করতে ভারতের এই কেন্দ্রীয় ব্যাঙ্কের তরফ থেকে বলা হয়েছে, বর্তমান আর্থিক পরিস্থিতির মূল্যায়নের ওপর ভিত্তি করে রেপোরেট ৩৫ বেসিস পয়েন্ট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে যারা ব্যাঙ্ক থেকে আগামীদিনে ঋণ নেবেন, তাদের চড়া হারে সুদ দিতে হবে। রেপোরেট বৃদ্ধির ফলে মধ্যবিত্তের চিন্তা আরও বাড়ল। আমেরিকার ফেডারেল রিজার্ভও সুদের হার বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। আর্থিক বিশেষজ্ঞদের মতে, সম্ভাব্য পরিস্থিতির কথা মাথায় রেখেই ভারতের কেন্দ্রীয় ব্য়াঙ্ককে এই সিদ্ধান্ত নিতে হয়েছে।   রেপোরেট বৃদ্ধির প্রভাব পড়ে দালাল স্ট্রিটে। পড়ে যায় সূচক। একই সঙ্গে পড়ে ডলারের তুলনায় টাকার দাম। বম্বে স্টক এক্সচেঞ্জের শেয়ার ৪৪.৮৬ পয়েন্ট কমে দাঁড়ায় ৬২, ৫৮১.৫০ পয়েন্টে। নিফটির সূচক  ৬০.১০ পয়েন্ট কমে দাঁড়ায় ১৮৫৮২.৭০ পয়েন্ট।