কলকাতা

সুপ্রিমকোর্টে জোড় ধাক্কা খেলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও অমৃতা সিনহা, প্রাথমিক ‘মামলা’ সরল ডিভিশন বেঞ্চে

ফের সুপ্রিম কোর্টে ধাক্কা খেলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও বিচারপতি অমৃতা সিনহা। ২০১৬ ও ২০২০ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত প্যানেল প্রকাশ মামলা আর শুনতে পারবে না হাই কোর্টের সিঙ্গল বেঞ্চ। মামলা চলবে ডিভিশন বেঞ্চে। মৌটুসি রায় নামে এক প্রার্থীর আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার এই অন্তর্বর্তী নির্দেশ দিল সর্বোচ্চ আদালত। মামলার পরবর্তী শুনানি মার্চে। মামলাটি মূলত রাজ্যের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত শিক্ষক-শিক্ষিকাদের নিয়োগের প্যানেল প্রকাশ সংক্রান্ত। এই মামলায় নির্ভর করছে রাজ্যের ৫৮ হাজার শিক্ষক-শিক্ষিকার ভবিষ্যৎ।আবেদনকারীদের বক্তব্য, কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি অমৃতা সিনহা সহ সিঙ্গল বেঞ্চ এই মামলায় বিভিন্ন রকম রায় দিচ্ছে। তাই মামলা সিঙ্গল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চে সরানো হোক। বিচারপতি এ এস ওকা ও বিচারপতি উজ্জ্বল ভুঁইয়ার বেঞ্চ তার পরই এই নির্দেশ দিয়েছে। কার ডিভিশন বেঞ্চে এই মামলা উঠবে তা ঠিক করবেন কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি।