সিবিআই-এর থেকে অনুমতি নিয়ে সংস্কারের কাজ শুরু হল আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের জরুরি বিভাগে। তবে ক্রাইম সিনে হাত দেওয়া যাবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী ব্যুরো । অর্থাৎ চারতলার সেমিনার রুম এবং চেস্ট মেডিসিন বিভাগে এখনই সংস্কার করা যাবে না । এর পাশাপাশি আটতলার অর্থোপেডিক বিভাগে যে ওটি রুম রয়েছে, তাও আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ । তবে সংস্কারের অনুমতি আসার সঙ্গে সঙ্গেই ঝাড়ু দেওয়ার কাজ শুরু হয়েছে সেখানে । উল্লেখ্য, 2024 সালে খবরের শিরোনামে ছিল আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল । কর্মরত অবস্থায় হাসপাতালেই ধর্ষণ ও খুন হতে হয় এক তরুণী চিকিৎসককে । যে ঘটনা কলকাতা-সহ রাজ্য এবং দেশ-বিদেশ সর্বত্র আলোড়ন পড়ে যায় ৷ যার বিচার চাইতে রাস্তায় নেমেছিল সবস্তরের মানুষ । রাত দখল পর্যন্ত করেছিলেন মা-বোনেরা । গত 14 অগস্ট রাতে রাস্তায় নেমেছিল সারা দেশ । কিন্তু সেদিনই জরুরি বিভাগে একদল দুষ্কৃতী তাণ্ডব চালায় ৷ আচমকাই আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের জরুরি বিভাগে প্রবেশ করে চারতলা পর্যন্ত উঠে যান ওই দুষ্কৃতীর দল । একাধিক ঘরে ঢুকে সরকারি জিনিসপত্রে ভাঙচুর চালান তাঁরা । ভেঙে দেওয়া হয়েছিল জরুরি বিভাগের সামনে পুলিশের আউটপোস্ট । একাধিক সিসিটিভি ক্যামেরা সেদিন ভেঙে দেওয়া হয়েছিল । আরও একবার প্রশ্ন উঠেছিল, ওই রাজ্যের সরকারি হাসপাতালের নিরাপত্তাকে ঘিরে । 14 অগস্ট রাতের ওই ঘটনার পর থেকেই বন্ধ আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের জরুরি বিভাগ । বর্তমানে ট্রমা কেয়ার সেন্টারে চলছে জরুরি বিভাগের কাজ । কিন্তু এবার সেই জরুরি বিভাদ সংস্কার করায় সম্মতি জানাল সিবিআই ।