। ওই আইন নিয়ে গত কয়েকদিনে বেশ কয়েকটি আবেদন জমা পড়েছিল শীর্ষ আদালতে। সোমবার তার শুনানি হয়। সুপ্রিম কোর্ট সরাসরি সরকারকে বলে, ‘আপনারা কি আইনগুলির প্রয়োগ এখন স্থগিত রাখবেন, নাকি আমাদের নির্দেশ দিতে হবে? এই নিয়ে এত অহংকার কীসের?’ বিচারপতিরা মন্তব্য করেন, পরিস্থিতি ক্রমেই খারাপ হয়ে উঠছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এস এ বোবদে বলেন, খারাপ কিছু ঘটে গেলে সকলকেই তার দায়িত্ব নিতে হবে। তাঁর কথায়, ‘যদি কোনও ভুল হয়ে যায়, আমাদের সকলকে তার দায়িত্ব নিতে হবে। আমরা চাই না কেউ আহত হোক। তাহলে আমাদের হাতেও রক্ত লাগবে।’ একইসঙ্গে প্রধান বিচারপতি বলেন, তিনটি বিতর্কিত আইনের ওপরে স্থগিতাদেশ দেওয়ার পরেও আন্দোলন চলতে পারে। কিন্তু আন্দোলনকারীদের সিদ্ধান্ত নিতে হবে, তাঁরা এখন যেখানে অবস্থান করছেন, ভবিষ্যতেও সেখানেই করবেন নাকি অন্য জায়গায় সরে যাবেন। গত ৭ জানুয়ারি অষ্টমবারের জন্য কেন্দ্রীয় সরকার কৃষক নেতাদের সঙ্গে আলোচনায় বসে। তখনই কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর স্পষ্ট বলেন, কেন্দ্রীয় সরকার কৃষি আইন বাতিল করবে না। কৃষক ইউনিয়নগুলি ইচ্ছা করলে সুপ্রিম কোর্টে যেতে পারে।