কয়েক মাস ধরে ওমিক্রনের সংক্রমণে অধিকাংশ দেশের পরিস্থিতি খারাপের দিকে ৷ আর এই অবস্থায় নতুন একটি সংক্রামক রোগের হদিশ মিলল ৷ করোনা ভাইরাস, সঙ্গে দোসর ইনফ্লুয়েঞ্জা। দুইয়ে মিলে জন্ম নিল এক নতুন রোগ। ৷ এখন যেমন যার নাম ফ্লোরোনা ৷ ইজরায়েলে এই রোগে আক্রান্ত এক রোগীর সন্ধান পাওয়া গিয়েছে বলে জানিয়েছে আরব নিউজ ৷ তাদের তরফে টুইট করা হয়েছে এই নিয়ে ৷ কিন্তু কী রোগ ? ওই সংবাদসংস্থার দাবি, ফ্লোরোনা হল কোভিড-১৯ ও ইনফ্লুয়েঞ্জার মিশ্রিত সংক্রমণ ৷ অর্থাৎ কেউ যদি একসঙ্গে এই দুই ভাইরাসে আক্রান্ত হয়, তাহলে তবেই তাঁকে ফ্লোরোনা আক্রান্ত বলা যাবে ৷ ইনফ্লুয়েঞ্জা গোটা বিশ্বেই আতঙ্কহীন সংক্রমণ ৷ কারণ, দীর্ঘদিন ধরে বহু মানুষ এতে আক্রান্ত হয়ে আসছেন ৷ সুস্থও হচ্ছেন ৷ কিন্তু করোনার সংক্রমণ এর থেকে মারাত্মক হওয়ায় তা নিয়ে ভয়ের পরিবেশ গোটা বিশ্বে এখনও রয়েছে ৷ বিশেষ করে ওমিক্রনের সংক্রমণ যেভাবে হু হু করে বাড়ছে, তাতে এই নিয়ে রোজই চিন্তা বাড়ছে ৷ এই পরিস্থিতিতে নতুন করে ফ্লোরোনা আরও আতঙ্ক ছড়াতে শুরু করেছে ৷