পেগাসাস কাণ্ডে তোলপাড় গোটা দেশ। অভিযোগ, বিরোধী নেতা থেকে বিচারপতি, ভোটকুশলী থেকে সাংবাদিক-আড়ি পাতা হয়েছে সকলের ফোনে। পেগাসাস কাণ্ডে ফের বিস্ফোরক তথ্য। সংবাদসংস্থা দ্য ওয়ারের দাবি, ‘পেগাসাস দিয়ে আড়িপাতা হয়েছিল তৃণমূল যুব কংগ্রেসের প্রাক্তন সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের ভোট কুশলী প্রশান্ত কিশোরের ফোনে। ২১ এর বিধানসভা ভোটে রাজ্যের শাসকদলের গোপন রননীতি জানতেই ওই আড়িপাতা হয়েছিল।’ আজ বাদল অধিবেশনের প্রথম দিন। তার আগে এই নয়া তথ্যে বিপাকে মোদি সরকার। সংবাদমাধ্যমের দাবি, পেগাসাসের মাধ্যম কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধি সহ দুই কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, প্রহ্লাদ পটেল, দেশের একাধিক বিচারপতি, দেশের পদত্যাগী নির্বাচন কমিশনার অশোক লাভাসা সহ বহু ভিভিআইপিদের ফোনে আড়িপাতা হয়েছিল। সংবাদমাধ্যমের দাবি, অভিষেকের ব্যক্তিগত সচিবের ফোনেও কান পাতা হয়েছিল। অভিষেক ও প্রশান্তের ফোনে আড়িপাতার বিষয়টি প্রকাশ হতেই তেড়েফুড়ে ওঠে তৃণমূল কংগ্রেস। এদিন দলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন মোদি সরকারকে বিঁধে বলেন, ‘মোদি সরকার যাবতীয় শিষ্টাচার ছাড়িয়ে গিয়েছে। সাধারণ মানুষের বেডরুমেও উঁকি দিচ্ছে। ব্যক্তিগত গোপনীয়তা বলে আর কিছু নেই।’
অন্যদিকে এই একই ইস্যুতে উত্তাল হয়েছে সংসদ ভবনও। রাজ্যসভা ও লোকসভায় মোদি সরকারের বিবৃতির দাবি করা হয়।বিরোধীদের তুমুল বিক্ষোভে সংসদের দুই কক্ষ রাজ্যসভা ও লোকসভার অধিবেশন স্থগিত করে দেওয়া হয়।