টিআরপি কেলেঙ্কারির অভিযোগে এবার গ্রেফতার হলেন রিপাবলিক টিভির সিইও বিকাশ কাঞ্চনদানি। রবিবার সকালেই মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ গ্রেফতার করেছে তাঁকে। এদিনই তাঁকে আদালতে পেশ করা হবে। টিআরপি কেলেঙ্কারিতে অভিযুক্ত হিসেবে এখনও পর্যন্ত এই সংবাদমাধ্যমের ১৩ জন গ্রেফতার হলেন। সম্প্রতি, এই সংশ্লিষ্ট টিভি চ্যানেলের পক্ষ থেকে তাঁদের কর্মীদের নিরাপত্তা চেয়ে আবেদন করা হয়েছিল শীর্ষ আদালতে যা পরে আদালতের পক্ষ থেকে নাকচ করে দেওয়া হয়। প্রসঙ্গত, এর আগে রিপাবলিক টিভির সিইও প্রিয়া মুখোপাধ্যায়কেও এই একই অভিযোগে গ্রেফতার করা হয়েছিল। মাত্র কিছুদিন আগে ৫০ হাজার টাকার বন্ডের বিনিময়ে অন্তর্বর্তী জামিন পেয়েছেন তিনি। অবশ্য প্রত্যেক সপ্তাহে তাঁকে হাজিরা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।সম্প্রতি, রিপাবলিক টিভি সহ তিনটি চ্যানেলের বিরুদ্ধে টিআরপি রেটিং-রিগিংয়ের অভিযোগ এনেছিল মুম্বই পুলিশ। শুরু হয় তদন্ত। এরপর এক ব্যক্তিকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেফতার হন রিপাবলিক টিভির প্রধান সম্পাদক অর্ণব গোস্বামী। অর্ণবের গ্রেফতারিতে ট্যুইটারে সরব হন একাধিক কেন্দ্রীয় মন্ত্রী। মহারাষ্ট্র সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তাঁরা। মহারাষ্ট্রে সংবাদপত্রের স্বাধীনতা খর্ব করার চেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগও তোলা হয় শিবসেনা সরকারের দিকে, যদিও মহার্স্টর সরকারের তরফে সেইসব অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে।