দেশ

আটকে পড়া বাঙালি পর্বতারোহীদের হদিশ মিলল, চলছে উদ্ধারকাজ

আইটিবিপি হিমাচল প্রদেশের লাহুল স্পিতিতে উদ্ধার কাজ শুরু করেছে ৷ আটকে পড়া পর্বতারোহীদের সন্ধানও মিলেছে বলে খবর ৷ সেখানে পশ্চিমবঙ্গের দুই পর্বতারোহী মারা গিয়েছেন ৷ আরও ১২ জন আটকে রয়েছেন প্রায় দু’সপ্তাহ ধরে ৷ খারাপ আবহাওয়ার জন্য তাঁরা ৫০০০ মিটার উঁচুতে খামেঙ্গার হিমবাহতে আটকে পড়েছেন ৷ মঙ্গলবার রাত ৩টে নাগাদ আইটিবিপি, সেনা ও নগর প্রশাসনের তরফে এই অভিযান শুরু হয় বলে জানা গিয়েছে ৷ উদ্ধারকারীরা লাহুল স্পিতির মানালি-খামেঙ্গার পাস- মানিব়্যাঙ দিয়ে কাজার দিকে উপরে ওঠার চেষ্টা শুরু করেছেন ৷ জানা গিয়েছে, গত ১৭ সেপ্টেম্বর ওই পর্বতারোহণ শুরু হয় ৷ পর্বতারোহী দলের সহকারী নেতা অন্য এক সদস্যকে সঙ্গে নিয়ে কাজায় আইটিবিপির ক্যাম্পে আসতে সমর্থ হন ৷ তাঁরাই গোটা বিষয়টি জানান ৷ তাঁদের থেকে আইটিবিপি কর্তৃপক্ষ জানতে পারে, ২৫ সেপ্টেম্বর খামেঙ্গার পাসের কাছে পর্বতারোহী দলের দুই সদস্যের মৃত্যু হয় ৷ তাঁদের একজনের নাম সন্দীপকুমার ঠাকুরতা (৪৮) ৷ আর অন্যজনের নাম ভাস্করদেব মুখোপাধ্যায় (৬১) ৷ তাঁরা দু’জনেই পশ্চিমবঙ্গের বাসিন্দা৷ তার পর প্রায় ১৮ হাজার ফুট ওপরে দলের বাকি ১৪ জন সদস্য আটকে পড়েন ৷ সেই দলে ৩ জন পর্বতারোহী এবং ১১ জন স্থানীয় শেরপা ছিলেন ৷ তাঁদের মধ্যে দু’জন নেমে আসতে সমর্থ হন ৷ তার পরই উদ্ধারকাজ শুরু করেন ৷ আগামিকাল সকালে মৃতদেহ উদ্ধারের কাজ শুরু হবে ৷