রাজ্যের সচিব পর্যায়ে কিছু রদবদল করা হল। শ্রমদপ্তরের প্রধান সচিব হলেন বরুণ রায়। তিনি ক্রীড়া ও যুবকল্যাণ দপ্তরের প্রধান সচিব পদে ছিলেন। ওই পদে গেলেন সুব্রত বিশ্বাস। পাশাপাশি তিনি পশ্চিমাঞ্চল পর্ষদের দায়িত্ব পালন করবেন। শ্রমদপ্তরের দায়িত্বে থাকা অজিত বর্ধনকে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের দায়িত্ব দেওয়া হল। সেই সঙ্গে তিনি জলপাইগুড়ি ডিভিশনের কমিশনারের দায়িত্ব পালন করবেন। গ্রন্থাগার ও জনশিক্ষা প্রসার দপ্তরের প্রধান সচিব হলেন রোশনি সেন। ওই পদে থাকা রবি ইন্দর সিংকে কারাদপ্তরের প্রধান সচিব করা হল। জিটিএ’র প্রধান সচিব সুরেন্দ্র গুপ্তা অতিরিক্ত দায়িত্ব হিসেবে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সচিবও থাকবেন। কারাদপ্তরের সচিব নীলম মিনাকে বদলি করা হল পরিবেশ দপ্তরের সচিব পদে।