মুখ্যমন্ত্রী পদে দায়িত্ব নিয়ে রাজ্যের প্রশাসনিক স্তরে আজ আরও এক দফা রদবদল করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন ১০ টি জেলার পুলিশ সুপার পদে রদবদল করা হয়। এর পাশাপাশি জেলাশাসক স্তরেও রদবদল করা হয়। দক্ষিণ ২৪ পরগণার নতুন জেলাশাসক হলেন পি উল্গানাথন। এখনকার জেলাশাসক অন্তরা আচার্যকে কেএমডিএ–র সিইও করা হল। পশ্চিম বর্ধমানের জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব হলেন পশ্চিমবঙ্গ খনিজ উন্নয়ন নিগমের এমডি। সেই সঙ্গে তাঁকে শিল্প ও বাণিজ্য দফতরের অতিরিক্ত সচিবের দায়িত্বও দেওয়া হল। পশ্চিম বর্ধমানের নতুন জেলাশাসক হলেন বিভু গোয়েল। তিনি তথ্য প্রযুক্তি দফতরের যুগ্ম সচিব পদে কর্মরত ছিলেন। দার্জিলিঙের জেলাশাসক শশাঙ্ক শেঠিকে নদিয়ার জেলাশাসক করা হল। তাঁর জায়গায় দার্জিলিঙের জেলাশাসক হয়ে এলেন পুন্নম বালাম। তিনি এতদিন পশ্চিমবঙ্গ শিল্পোন্নয়ন নিগমের এগজিকিউটিভ ডিরেক্টর পদে কর্মরত ছিলেন। এদিনও আইপিএস স্তরে বেশকিছু আধিকারিককে বদলি করা করেছে। পূর্ব মেদিনীপুরের নতুন পুলিশ সুপার হচ্ছেন অমরনাথ কে, আলিপুরদুয়ারের এসপি অমিত কুমার সিংকে কম্পালসারি ওয়েটিংয়ে পাঠানো হয়েছে।ব্যারাকপুর পুলিশ কমিশনার অজয় নন্দ এবং শিলিগুড়ি পুলিশ কমিশনার দেবেন্দ্র প্রকাশ সিংকে বদলি করা হয়েছে। কৃষ্ণনগর পুলিশ জেলার পুলিশ সুপার বিশ্বজিৎ ঘোষকেও সরিয়ে দেওয়া হয়েছে।