জেলা

স্বপ্নদীপের মৃত্যুর প্রতিবাদে যাদবপুর অভিযান বগুলার বাসিন্দাদের

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র মৃত্যুর ঘটনা নিয়ে গোটা রাজ্য রাজনীতি তোলপাড়। এবার ঘটনার প্রতিবাদে পথে নামল বগুলার বাসিন্দারা। হাতে প্ল্যাকার্ড নিয়ে, মুখে কালো কাপড় বেঁধে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এলেন তাঁরা। মৃত ছাত্র নদীয়ার বগুলার বাসিন্দা। তাই বগুলাবাসী বুধবার পড়ুয়ার মৃত্যুর প্রতিবাদে পথে নামে। বগুলাবাসীর মূলত দাবি, অবিলম্বে ক্যাম্পাসে র‍্যাগিং বন্ধ করতে হবে। দোষীদের শাস্তি দিতে হবে। পড়ুয়া মৃত্যুর ঘটনায় কার্যত ফুঁসছে বগুলার বাসিন্দারা। শুধু সাধারণ মানুষ নয় পথে নেমেছে বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠন।