কলকাতা

রাজ্যে করোনা বিধি নিষেধের মেয়াদ বাড়ল আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত

এখনই চালু হচ্ছে না লোকাল ট্রেন

বাংলায় বিধিনিষেধে আরও ১৬ দিন বাড়িয়ে দিল রাজ্য সরকার। আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যে কোভিড বিধি-নিষেধ চলবে বলে শনিবার রাতে রাজ্য সরকারের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। তবে বিধিনিষেধ বাড়লেও বেশ কয়েকটি ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। আগামী ১ সেপ্টেম্বর থেকে ৫০ শতাংশ পড়ুয়া নিয়ে প্রতিযোগিতামূলক পরীক্ষার কোচিং সেন্টারগুলি খোলা যাবে। আগামী ১৫ সেপ্টেম্বর রাত ১১টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত নৈশ কার্ফুও জারি থাকবে। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে আগে ৩০ অগস্ট পর্যন্ত বিধিনিষেধ জারি করেছিল রাজ্য সরকার। তবে বেশ কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছিল। লোকাল ট্রেন বাদে গণপরিবহণও চালু করা হয়েছিল। শিল্প-কারখানার পাশাপাশি বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের অফিস পার্ক, বিনোদন কেন্দ্রও খুলে দেওয়া হয়েছে। তবে মারণ ভাইরাসের তৃতীয় ঢেউ আছড়ে পড়তে পারে, এমন আশঙ্কায় বেশ কিছু ক্ষেত্রে বিধিনিষেধ চালু রাখা হয়েছে। ৩০ অগস্টের পরে উত্‍সব মরসুমের কথা মাথায় রেখে রাজ্য সরকার করোনা সংক্রান্ত বিধিনিষেধ প্রত্যাহার করে নিতে পারে বলে অনেকেই আশা করেছিলেন। কিন্তু শনিবার সকালেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা বিভিন্ন রাজ্যকে চিঠি পাঠিয়ে উত্‍সবের মরসুমে যাতে ভিড় এড়ানো যায়, তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছিলেন। সেই সঙ্গে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত দেশে করোনা সংক্রান্ত গাইডলাইন চালু থাকবে বলেও জানিয়ে দিয়েছিলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের চিঠি পাওয়ার পরেই রাতে রাজ্য প্রশাসনের পক্ষ থেকে বিধিনিষেধের মেয়াদ বাড়িয়ে ১৫ সেপ্টেম্বর করার কথা জানিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়। অর্থাত্‍ আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত যেমন লোকাল ট্রেন চলবে না, তেমনই রাজ্যে নৈশ কার্ফুও জারি থাকবে।