কলকাতা

আরজিকর ধর্ষণ ও খুনের মামলায় জামিন পেলেন প্রাক্তন অধ্যক্ষ ডঃ সন্দীপ ঘোষ

গত ৯ অগাস্ট আরজি কর হাসপাতালে তরুণী চিকিসৎককে ধর্ষণ করে খুন করা হয়। সেই মামলাতেই গ্রেফতার করা হয় অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। প্রথমে আর্থিক দুর্নীতি, পরে ধর্ষণ-খুনের মামলা। তারপরেই টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকেও গ্রেফতার করে সিবিআই। সিবিআই সূত্রের খবর, সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডল দুই জনকেই একই মামলায় একই অভিযোগে গ্রেফতার করা হয়েছে। তদন্ত প্রক্রিয়ায় তদন্তকারীদের বিভ্রান্ত করার অভিযোগ আনা হয়েছিল তাঁদের বিরুদ্ধে।