বিনোদন

মাদক মামলায় জামিনের আবেদন খারিজ, ৬অক্টোবর পর্যন্ত জেলেই থাকতে হবে রিয়াকে

রিয়া চক্রবর্তীর জামিনের আবেদন খারিজ করা হল। আগামী ৬ অক্টোবর পর্যন্ত রিয়া চক্রবর্তী, শৌভিক চক্রবর্তী এবং স্যামুয়েল মিরান্ডাদের জেলেই থাকতে হচ্ছে। অর্থাৎ, এনডিপিএস আদালতের তরফে আগামী ৬ অক্টোবর তাঁদের জেল হেপাজতের নির্দেশ দেওয়া হয়েছে।৯ সেপ্টেম্বর গ্রেপ্তার করা হয় রিয়াকে। অভিযোগ, সুশান্তকে মাদকের জোগান দিতেন তিনি। তাঁর ভাইকেও গ্রেপ্তার করা হয়েছে। এনসিবি রিয়াকে এই মাসের শুরুতে টানা তিন দিন জেরা করে। তার পর জানায়, ‘‌একটি মাদক সিন্ডিকেটের সক্রিয় সদস্য’‌ তিনি। ১৪ জুন বান্দ্রার ভাড়ার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ। পাটনার একটি থানায় সুশান্তের বান্ধবী রিয়ার বিরুদ্ধে এফআইআর করেন বাবা কে কে সিং। অভিযোগ, সুশান্তের টাকা নয়ছয় করেছেন তিনি। আত্মহত্যায় প্ররোচনা দিয়েছেন। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এই মামলায় তদন্তভার সিবিআই–কে দেন। সিবিআই–এর পাশাপাশি ইডিও তদন্তে নামে। এর পর রিয়ার একটি হোয়্যাটস্‌অ্যাপ চ্যাট থেকে মাদক–যোগের বিষয়টি উঠে আসে। তদন্তে নামে এনসিবি। অভিযোগ ওঠে, রিয়া সুশান্তের জন্য মাদক জোগার করে দিতেন। রিয়া, ভাই শৌভিক, সুশান্তের দুই সহকারী সহ ১০ জনকে গ্রেপ্তার করেছে এনসিবি। রিয়ার জামিন নাকচ করেছে মুম্বইয়ের এক আদালত। অভিনেতা সারা আলি খান এবং শ্রদ্ধা কাপুরকেও জেরার জন্য সমন পাঠাবে তারা।