বিনোদন

ইডি দফতরে হাজির হলেন রিয়া

শেষরক্ষা হল না। অবশেষে ইডির দফতরে হাজিরা দিতেই হল প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের বান্ধবী এবং আত্মহত্যা মামলায় মূল অভিযুক্ত রিয়া চক্রবর্তীকে । আগেই টাকা তছরুপের মামলায় রিয়াকে সমন পাঠিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি । সুশান্তের বাবা যে ১৬ দফা অভিযোগ এনেছিলেন রিয়ার বিরুদ্ধে তার মধ্যে সুশান্তের টাকা আত্মস্যা‍ত্‍ করার অভিযোগও ছিল ।