হাসপাতালে ভর্তি লালু-পুত্র। হাসপাতালে ভর্তি করানো হয় বিহারের পরিবেশ মন্ত্রী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের বড় ছেলে তেজ প্রতাপ যাদবকে। জানা গিয়েছে, প্রচণ্ড বুকে ব্যথা অনুভব করেন তেজ প্রতাপ। এরপরে লালু-পুত্রকে হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসকেরা বেশ কিছু পরীক্ষা ও ইসিজি করান। পরে রাতে তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। জানা গিয়েছে, বুধবার বিকেলে হঠাৎ বুকে প্রচণ্ড ব্যাথা অনুভব করেন আরজেডি নেতা তেজ প্রতাপ যাদব। তড়িঘড়ি তাঁকে পটনার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ইমার্জেন্সি বিভাগে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা তাঁকে দেখেন। এরপর ইকোকার্ডিওগ্রাম ও ইকোকার্ডিওগ্রাফি করানো হয়। সঙ্গে চলে ওষুধও। তাঁকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে স্থানান্তরিত করা হয়। কিন্তু প্রাথমিক পরীক্ষার রিপোর্টে কোনও কিছু পাওয়া যায়নি। ঘণ্টাখানেক বাদে তেজ প্রতাপ কিছুটা সুস্থ অনুভব করেন। রাত ১০ টা ৫০ মিনিট নাগাদ তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। আপাতত কয়েকদিন তাঁকে চিকিৎসকদের তত্ত্বাবধানেই থাকতে বলা হয়েছে বলে সূত্রের খবর।