কলকাতায় এসেও এড়িয়ে গেলেন বামেদের ব্রিগেড। আর তার পরের দিনই অর্থাৎ আজই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক। শুধু বৈঠকই নয়, শোনা যাচ্ছে শুধু প্রসাদ যাদবের দল আরজেডি সঙ্গে জোটও হতে পারে মমতার দলের। কিছু দিন ধরেই শোনা যাচ্ছিল, বামেদের ব্রিগেডে থাকতে পারেন তেজস্বী যাদব। কিন্তু তরুণ আরজেডি নেতার অভিপ্রায় বোঝা যায়নি তখনও। তবে গতকাল বেলেঘাটায় দলের নেতাদের সঙ্গে বৈঠকের পর বিষয়টি কিছুটা স্পষ্ট হয়। শোনা যায় লালুপুত্র তেজস্বী নাকি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে সময় চেয়েছেন। তখন থেকেই সলতে পাকানো শুরু । শুরু হয় জোট-জল্পনা । তেজস্বী ঘনিষ্ঠ সূত্রে খবর তিনি জানিয়েছেন, বাংলায় বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে এক মাত্র মুখ মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে তৃণমূল সূত্র থেকে জানা যায়, আজ তেজস্বীকে সময় দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বিকেল ৪টে নাগাদ তেজস্বী সঙ্গে নবান্নে বৈঠক করবেন তিনি । বৈঠকে তৃণমূলের ভোট কুশলী প্রশান্ত কিশোরও থাকবেন বলে সূত্রের খবর । মমতা-তেজস্বী সম্পর্ক বরাবরই মধুর । ইউনাইটেড ইন্ডিয়ার মঞ্চে মমতার পাশেই দেখা গিয়েছিল তেজস্বীকে। এমনকি ধর্মতলার ধর্না মঞ্চেও তিনি যোগ দিয়েছিলেন। এখানেই শেষ নয়। বিহারের বিধানসভা নির্বাচনে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস তেজস্বীর দলকে পূর্ণ সমর্থন জানিয়েছিল ।