দেশ

নয়া কৃষি বিলের প্রতিবাদে হরিয়ানায় রাস্তা অবরোধ, কৃষকদের ছত্রভঙ্গ করতে জলকামান

রাজ‍্যসভায় কৃষি বিল হওয়ার পরই হরিয়ানায় এই বিলের প্রতিবাদে হওয়া রাস্তা অবরোধ ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। পাঞ্জাব-হরিয়ানা বর্ডারের কাছে আম্বালা-মোহালি রোডের ওপর থাকা ব‍্যারিকেডগুলো ভেঙে সামনের দিকে এগোনোর চেষ্টা করে কৃষকরা। পুলিশের সাথে ধ্বস্তাধ্বস্তি শুরু হয় কৃষকদের। তাদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার করে পুলিশ বাহিনী। কেন্দ্র সরকারের নতুন কৃষি বিলের বিরোধিতায় হরিয়ানার বেশ কয়েকটি কৃষক সংগঠন দুপুর ১২টা থেকে “রাস্তা অবরোধ” বিক্ষোভ কর্মসূচি নিয়েছিল। রাজ‍্যের সমস্ত মুখ‍্য সড়ক অবরোধের কথা ঘোষণা করেছিল কৃষকরা। এই বিক্ষোভের কারণে হরিয়ানা সরকার রাজ‍্যের সুরক্ষা ব‍্যবস্থা জোরদার করেছিল। প্রতিবেশী দিল্লি রাজ‍্যও সতর্ক ছিল। কিন্তু ৩টের কিছু আগেই রাজ‍্যসভায় এই বিতর্কিত বিল পাশ হয়ে যাওয়ায় বিভিন্ন জায়গায় কৃষকরা রাস্তায় নেমে ব‍্যারিকেড ভাঙার চেষ্টা করে। বিক্ষোভের একাধিক ভিডিও-ছবিতে দেখা গেছে রাস্তার দখল নিয়েছে হাজার হাজার কুর্তা-পাজামা পরিহিত মানুষ। অনেক আবার ট্রাক্টরে করে বিক্ষোভে অংশ নিয়েছেন। কেন্দ্রীয় সরকারের ও কৃষি বিলের বিরুদ্ধে শ্লোগান দিচ্ছেন তারা।