পূর্ব বর্ধমানের শক্তিগড়ে দিনেদুপুরে শ্যুটআউটের ঘটনা ঘটল। জানা গিয়েছে, আজ শক্তিগড়ের জোতরাম এলাকার একটি সোনার দোকানে ডাকাতি হয়। ক্রেতা সেজে দোকানে ঢুকে এক দুষ্কৃতী লুঠপাট চালানোর চেষ্টা করে। দোকান মালিক তাঁকে বাধা দেওয়ায় ওই দুষ্কৃতী গুলি চালায়। বুকে গুলি লাগে দোকান মালিকের। এরপর হামলাকারী সেখান থেকে পালায়। দোকানমালিক বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। পুলিস ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।