প্রায় তিন বছর পর পাহাড়ে ফিরলেন গোর্খা জনমুক্তি মোর্চার গুরুংপন্থী গোষ্ঠীর সাধারণ সম্পাদক রোশন গিরি। শীঘ্র মোর্চা প্রধান বিমল গুরুং-ও পাহাড়ে ফিরতে পারেন, এদিন ইঙ্গিত দিলেন গিরি। আগামীকাল কার্শিয়াং–এ জনসভা করছেন তিনি। তারপর ৬ ডিসেম্বর শিলিগুড়ির বাঘাযতীন পার্কে জনসভা হবে। সেই সভায় উপস্থিত থাকতে পারেন বিমল গুরুং, সূত্রের খবর। এদিন রোশন গিরি বলেন, ‘২০২৪-এ যারা গোর্খাল্যান্ডকে সমর্থন করবে, তাদেরই সমর্থন করবেন তারা।’ গুরুংপন্থীদের দাবি, মমতা ব্যানার্জি গুরুংদের পাহাড়ে ঢুকতে সাহায্য করেছেন। বিজেপির সঙ্গে থেকে তা হয়নি। তাই একুশের ভোটে তৃণমূলকে সমর্থন দিয়েছেন বিমল গুরুং। বিমল পাহাড়ে ফিরলে ফের অশান্তি তৈরি হতে পারে বলে মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ। তাঁদের দাবি, বিনয় তামাং ও তাঁর অনুগামী বিমল গুরুং–কে পাহাড়ে স্বাগত জানাবেন না। তাঁদের কাছে বিমল এখনও ‘পলাতক নেতা’।