রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর: ১৬৩/৫ (২০ ওভার) সানরাইজার্স হায়দরাবাদ: ১৫৩ (১৯.৪ ওভার)
সানরাইজার্সের ইনিংসের ১২ তম ওভারে আচমকাই ছন্দপতন কমলা জার্সিদের । যুজবেন্দ্র চাহালের বলে সেট ব্যাটসম্যান মণীশ পাণ্ডে (৩৪) আউট হতেই ম্যাচে অক্সিজেন ফিরে পায় আরসিবি । এরপর পরপর বেয়ারস্টো (৬১) এবং বিজয় শঙ্কর (০)-কে ফিরিয়ে দলকে জয়ের গন্ধ পাইয়ে দেন চাহাল । আরসিবি-কে জেতানোর জন্য বাকি কাজটা সারেন নবদীপ সাইনি-শিবম দুবে জুটি । ১৫৩ রানেই অল-আউট হয়ে যায় সানরাইজার্স হায়দরাবাদ । ১০ রানে জিতে এবারের আইপিএল অভিযান শুরু করল বিরাট ব্রিগেড ।প্রথমে ব্যাট করে সানরাইজার্স হায়দরাবাদের সামনে ১৬৪ রানের টার্গেট রাখে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এ দিন টস জিতে প্রথমে আরসিবি-কে ব্যাট করতে পাঠিয়েছিলেন হায়দরাবাদ অধিনায়ক ডেভিড ওয়ার্নার । ব্যাঙ্গালোরের হয়ে এ দিন দুরন্ত অভিষেক ঘটান তরুণ ওপেনিং ব্যাটসম্যান দেবদত্ত পাড়িক্কল। ৪২ বলে ৫৬ রানের একটি ঝকঝকে ইনিংস খেলেন এই বাঁ হাতি ওপেনার। আর ইনিংসের শেষ দিকে যথারীতি পরিচিত ছন্দে ধুন্ধুমার ব্যাটিং করলেন এ বি ডেভিলিয়ার্স। মাত্র ৩০ বলে ৫১ রানের ইনিংস খেলে আরসিবি স্কোর ১৬০-এর উপরে নিয়ে যেতে সাহায্য করেন তিনি। সেইসঙ্গে আইপিএলে ২০০টি ছক্কা মারার রেকর্ডও এখন এবি-র ঝুলিতে । নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৩ রান তোলে আরসিবি।