জম্মু-কাশ্মীরের পুলওয়ামা জেলার কাকাপুরা রেল স্টেশনে সোমবার জঙ্গি হামলার ঘটনা ঘটেছে ৷ জানা গিয়েছে, বন্দুক নিয়ে হামলা চালায় এক জঙ্গি ৷ এই জঙ্গি হানায় শহিদ হয়েছে এক আরপিএফ জওয়ানের ৷ আহত হয়েছেন আরও এক জওয়ান ৷ জানা গিয়েছে, এদিন ওই রেল স্টেশনের বাইরে একটি চায়ের দোকানের সামনে যখন দাঁড়িয়েছিলেন ওই আরপিএফ জওয়ানরা, সে সময় তাঁদের লক্ষ্য করে গুলি চালায় ওই বন্দুকবাজ ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় সুরেন্দ্র সিং নামে এক আরপিএফ জওয়ানের ৷ এই হামলার পর গোটা এলাকার দখল নেয় নিরাপত্তা বাহিনী ৷ তবে হামলাকারীর নাম বা সে কোন জঙ্গিগোষ্ঠীর সঙ্গে জড়িত সে বিষয়ে এখনও কোনও তথ্য পাওয়া যায়নি ৷